চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও ৩ হাজার ৬শ’ পিস নেশাকারক ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/৪ এস হতে মাত্র ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশবিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাললেট জব্দ হয়।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া। সম্প্রতি সীমান্তে চোরচালান বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146298