খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপির অফিস ভাঙচুর

খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, এনসিপির অফিস ভাঙচুর

খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও রূপসা বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় এই ঝটিকা মিছিল করে সংগঠন দুটির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তাছাড়া মঙ্গলবার গভীর রাতে এনসিপি খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তবে আজ বুধবার ( ১২ নভেম্ব )রবিকেল ৫টা পর্যন্ত এনসিপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন। এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরীর রূপসা বাইপাস সড়কের সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে মঙ্গলবার রাত ৮টার দিকে যুবলীগের ৪০/৫০ জন কর্মী ঝটিকা মশাল মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে। একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা  থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পুলিশ উক্ত ঘটনায় ৫জনকে আটক করেছে।

এদিকে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, মিছিল করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে খুলনা মহানগর ও জেলা এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, বুধবার বিকেল ৫টা পর্যন্ত এনসিপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। এনসিপি নেতৃবৃন্দ মামলা দিলেই মামলা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146295