নওগাঁর পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব

নওগাঁর পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় পাটিচরা ইউনিয়নের পাটিআমালাই গ্রামে দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে অনুষ্ঠিত বীজ বিনিময় উৎসবে গ্রাম উন্নয়ন দলের সভাপতি আলহাজ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি।

এসময় অতিথি ছিলেন- পাটিচড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাবানা বেগম, পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের সভাপতি আব্দুল মজিদ, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, মাসুদ রানা প্রমুখ।

দেশি বীজ বিনিময়ে উৎসবে পাটিআমলাই গ্রামের ১১৯টি কৃষক পরিবারের প্রত্যেককে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, চাল কুমড়া, লাউ, মূলা, পালংশাক, সবুজ শাক, লাল শাক, শসা, ধনিয়াপাতা, ধুন্দল, কলমি, সরিষা, পাটশাক এবং একটি করে পেঁপের চারা প্রদান করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146291