বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ ইমরান হোসেন (৩১)কে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ’র পাশে তার বসতবাড়ির সামনে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃত ইমরান হোসেন ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে। গ্রেফতারের সময় সাক্ষীদের উপস্থিতিতে আসামি ইমরানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ওই বার্মিজ চাকু উদ্ধার করা হয়। র‌্যাব-১২,অধিনায়ক এর দিকনির্দেশনায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত ৮টার দিকে হাবিবুর রহমান খোকন (৩৭) মোটর সাইকেলযোগে সন্ত্রাসী হামলায় আহত পাভেলকে দেখার উদ্দেশ্যে শহরের সেউজগাড়ী পালপাড়া আনন্দ আশ্রমের উত্তর পাশে জনৈক আব্দুস সাত্তারের বাড়ির সামনে রাস্তায় পৌছা মাত্র সন্ত্রাসীদের কবলে পড়েন। এরপর তারা রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, লোহার রড় ইত্যাদি  মারাত্বক অস্ত্র শস্ত্রসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথারিভাবে কুপিয়ে খোকনকে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এ সময় সন্ত্রাসীদের হামলায় খোকনের সাথে থাকা তার বন্ধু বাঁধনও গুরুতর জখম হন। পরে লোকজন অটোরিকশাযোগে খোকন ও বাঁধনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের  স্ত্রী বাদি হয়ে বগুড়া সদর থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146284