নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই সাজা প্রদান করেন।
জানা যায়, উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঋষি পাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে নিপেন চন্দ্র দীর্ঘসময় ধরে মাদক সেবন করে আসছিলো। মাদক সেবন করে সে বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদেরকে নানা ভাবে অত্যাচার করতো।
এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিপেনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, সাজাপ্রাপ্ত নিপেনকে দুপুরের পর নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146271