ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের ভল্টের কোনো ক্ষতি হয়নি।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, “রাত ২টার দিকে কে বা কারা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি টের পেরে তাদেরকে জানান। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভিয়ে ফেলেন।”
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের এ কর্মকর্তা।
বিজয়নগর দমকল বাহিনীর ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এতে কাগজ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। টাকা-পয়সার কোনো ক্ষতি হয়নি।
এলাকাবাসী ও নৈশপ্রহরী বলছেন, বাইরে থেকে কেউ আগুন দিয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146269