নারায়ণগঞ্জে আ.লীগের চার কর্মীসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জে আ.লীগের চার কর্মীসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতভর সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ  স্বেচ্ছাসেবক লীগের চারজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

 

তাদের বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম। গ্রেপ্তার বাকি ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪)  মো. রবিন (৩৫) এবং সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ।

ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146267