গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর-৬ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা।

বুধবার (১২ নভেম্বর) সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনরত নেতাকর্মীদের অভিযোগ, জনসংখ্যার বিচারে গাজীপুর -৬ আসন ঘোষণা করেন নির্বাচন কমিশন। কিন্তু আদালতের বিতর্কিত রায়ে গাজীপুর -৬ আসন বাতিল করা হয়েছে। এটা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। ইতোমধ্যে এ আদেশ বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, গাজীপুর বাসি ও স্থানীয় নেতাকর্মীরা নতুন আসন ঘোষণা করায় উচ্ছ্বসিত হয়েছিল কিন্তু আদালতের রায়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এজন্য আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146266