পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান আর্কাইভ।
রিজভী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা। এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, আরও অন্তর্ভুক্ত শক্তি জড়িত আছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146260