সিরাজগঞ্জে ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষে ব্যস্ত কৃষক
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : ভোজ্য তেলের চাহিদা পূরণে সিরাজগঞ্জে কৃষকরা মাঠে নেমেছে সরিষা চাষে। ইতিমধ্যেই কৃষকরা সরিষা চাষের জন্য জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছে। জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এরছর জেলায় ৭৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এজন্য কৃষকদের প্রণোদনা হিসেবে ৭৩ হাজার কৃষককে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মত এবারও জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর, তাড়াশ এলাকায় বেশি সরিষা চাষ হবে।
কাজিপুরের নাটুয়াপাড়া চরের কৃষক আব্দুল সামাদ জানায়, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করছি। এ ব্যাপারে আমাকে কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াসমিন সুমী বলেন, তার উপজেলায় এবছর ২৪হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ১৬হাজার ১১০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বন্যার পানি কমে যাবার সাথে সাথে কৃষকেরা সরিষা চাষ করতে শুরু করেছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মওলা জানান, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে কৃষকে উদ্বুদ্ধ করতে প্রণোদনা জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জ সরিষা উৎপাদনে সর্ব শীর্ষ রয়েছে। বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। এ কারণে সরিষার আবাদ আরো বৃদ্ধির জন্য ৭৩ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146217