গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি গুরুতর জখম

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি গুরুতর জখম

করতোয়া ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কালিয়া সাধু(৭০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুড়িতলা ব্রিজের ওপর এ নির্মম ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের প্রায়ত অনন্ত সরকারের ছেলে।

মধ্য রামচন্দ্রপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে পূজা-অর্চনা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। ব্রিজের ওপর মোটর সাইকেলসহ ৩ দুর্বৃত্ত আগে থেকেই অবস্থান করছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করছিল বলে জানা যায়। এসময় কালিয়া সাধু প্রাণ রক্ষার্থে আত্ম চিৎকার করে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসার আগেই মোটরসাইকেল রেখে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত গুরুতর জখম কালিয়া সাধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, এস.আই সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146191