অধিগ্রহণ করা জমির অর্থ আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা বক্তব্যের অভিযোগ : পাল্টা সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে অধিগ্রহণ করা জমির অর্থ আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মো. বকুল হোসেন আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এই সংবাদ সম্মেলন করেন।
গত ৩ নভেম্বর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফুল মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে লিখিত বক্তব্যে বকুল হোসেন বলেন, ফুল মাহমুদের স্ত্রী ফাতেমাসহ চারজন মোট ৮ শতাংশ জমি কেনেন। জমি কেনার করার পর যথারীতি তাদের নামে আরএস ডিপি খতিয়ান প্রস্তুত হয়। সেই জমি তারা চারপাশে ওয়াল তুলে গ্যারেজ নির্বাণ করে ভোগদখল করে আসছেন।
অপরদিকে তিনি ২০১৯ সালে আফজাল হোসেনের কাছ থেকে ৪.২৭ শতাংশ জমি কেনেন। তার দলিলে হাত নকশায় পরিষ্কারভাবে জমির পজিশন উল্লেখ আছে। এদিকে ২০১৯ সালে মহাসড়ক প্রশস্ত করার সময় তার স্বত্ব দখলীয় দশমিক ৯৪ শতাংশ এবং ফুল মাহমুদের স্ত্রীদের অংশ থেকে ১.৫৬ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক বিভাগ। সেই মোতাবেক বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা থেকে বিভিন্ন সময়ে উভয়ের নামে পৃথক পৃথক চিঠি ইস্যু করে।
কিন্তু ফুল মাহমুদ তার অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের জমি নিজের বলে দাবি করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের বিরুদ্ধে আপত্তি দিয়েছেন। তিনি আরও বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে তার ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছেন ফুল মাহমুদ।
বর্তমানে তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন জানিয়ে। নিরাপত্তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146165