বলিউডে প্রত্যাবর্তনেই দীপিকা-আলিয়াদের ছাড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা!

বলিউডে প্রত্যাবর্তনেই দীপিকা-আলিয়াদের ছাড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা!
প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা থেকে দূরে ছিলেন। হলিউডে সিটাডেলসহ বিভিন্ন সিনেমা ও সিরিজে দেখা গেলেও দেশীয় সিনেমায় দেখা যায়নি ‘দেশি গার্ল’কে।
 
তবে সম্প্রতি জানা গেছে, তিনি এস এস রাজামৌলির নতুন সিনেমায় কাজ করছেন এবং এ সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিকও পেয়েছেন। ভারতের গণমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা এই সিনেমার জন্য বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকা পাচ্ছেন, যা পূর্বের কোনো রাজামৌলির নায়িকার পারিশ্রমিকের দ্বিগুণ এবং হিন্দি সিনেমার নায়িকাদের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
এই সিনেমায় দক্ষিণি সুপারস্টার মহেশ বাবুও আছেন। সিনেমাটি জঙ্গলে অ্যাডভেঞ্চার থিমের এবং বাজেট এক হাজার কোটি রুপি।পারিশ্রমিক নিয়ে দীর্ঘ আলোচনার পরই চূড়ান্ত হয়েছে প্রিয়াঙ্কার অংশগ্রহণ। তিনি নিজের পারিশ্রমিক নিয়ে একচুলও ছাড় দেননি।
 
 
২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকে প্রিয়াঙ্কা ভারতীয় সিনেমায় খুব কমই দেখা গেছে। জয় গঙ্গাজল ও দ্য স্কাই ইজ পিঙ্ক-এর পর তার দেশে ফিরে অভিনয় করা এই সিনেমাটিই হবে বহু প্রতীক্ষিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146154