‘এআই’ নিয়ে আর্তেতাকে সতর্ক করলেন ওয়েঙ্গার
স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এপর্যন্ত শীর্ষ ধরে রেখেছে আর্সেনাল। গত দুই মৌসুমে তারা দুইয়ে থেকে শেষ করেছিল। লিভারপুলের আগে তারা শিরোপা হাতছাড়া করেছিল ম্যানচেস্টার সিটির কাছে। সবশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ড্র করা গানারদের কোচ মিকেল আর্তেতা নির্ভর করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপর।
আর্তেতাও স্বীকার করেছেন চলতি মৌসুমে তিনি অনেককিছুতে নির্ভর করছেন এআই প্রযুক্তির উপর। তবে জানাননি কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহার করছেন। সেটি ঘিরে তাকে সতর্ক করলেন আর্সেনালের সাবেক কোচ ৭৬ বর্ষী আর্সেন ওয়েঙ্গার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146150
কিংবদন্তি ওয়েঙ্গার বলেছেন, ‘এআই সিদ্ধান্ত নিতে অবশ্যই সাহায্য করে। এই প্রযুক্তির দারুণ প্রতিভা। লক্ষ লক্ষ আলাদা ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ-বিশ্লেষণ করে, যার উপর ভিত্তি করে মিনিটে কিংবা সেকেন্ডের ব্যবধানে উত্তর দিতে পারে।’
‘এটি কোচের খেলার ধরন ও বুদ্ধিমত্তায় প্রভাব ফেলতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ বৈজ্ঞানিক টুলসগুলো ব্যবহারে এটির উপর প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতা ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তা এটি সিদ্ধান্ত নির্ধারণে প্রভাব ফেলতে পারবে না। তবে এমনকিছু কোচের সিদ্ধান্ত নির্ধারণে অনেকক্ষেত্রে ক্ষতিকারকও বটে।’
আর্তেতা গানারদের কোচ হয়েছেন ২০১৯ সালে। সিটির সহকারী কোচ হয়ে দুটি প্রিমিয়ার লিগ জিতলেও আর্সেনালে এপর্যন্ত লিগ টাইটেল এনে দিতে পারেননি। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ওয়েঙ্গারের হাত ধরে জিতেছিল আর্সেনাল। স্প্যানিয়ার্ড ৪৩ বর্ষী কোচ অবশ্য একটি এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জিতিয়েছেন।
অন্যদিকে ওয়েঙ্গারের আর্সেনালে ছিল ২২ বছরের দীর্ঘ টানা ক্যারিয়ার। তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন ক্লাবটিতে। ২০০৩-০৪ মৌসুমে ‘অপরাজেয়’ দলটি তার হাতে গড়া, যারা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কোন ম্যাচ না হেরেই। আর্সেনালকে ৭বার এফএ কাপ জিতিয়েছেন ওয়েঙ্গার।
আর্তেতা ফুটবলার হিসেবেও খেলেছিলেন আর্সেনালে। এ মিডফিল্ডার ১৫০ ম্যাচ খেলেছেন গানার জার্সিতে। খেলোয়াড়ি সময়টাতে তিনি কোচ হিসেবে পেয়েছেন ওয়েঙ্গারকে।