নোয়াখালীর হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ হাত তুলে এ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানান। ঘোষিত প্রার্থীকে জনবিচ্ছিন্ন দাবি করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে গণসমাবেশ থেকে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়া প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ গণসমাবেশের আয়োজন করে। ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা-৩১ দফা’ বিষয়ক আলোচনা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
গণসমাবেশে সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ১৭ বছর ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। তাদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো আসনে অস্থায়ীভাবে নাম ঘোষণা করা হয়েছে। হাতিয়ার জন্য আপনারা হাতিয়াবাসী সবাই ক্ষুব্ধ। কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন, সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবে। আর আমার অবর্তমানে আমার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে ভালবাসা দেবেন।’
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মোহাম্মদ ফারহান আজিমকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে মোহাম্মদ ফজলুল আজিম আরও বলেন, তিনি তিনবার সংসদ সদস্য থাকাকালীন হাতিয়া উপজেলার রাস্তাঘাট, বিদ্যুৎ, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নকাজ করেছেন। নদী ভাঙন রোধে কাজ করেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে হাতিয়ার নিঝুম দ্বীপকে মডেল পর্যটনশিল্পে পরিণত করবেন এবং নিঝুম দ্বীপের চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করবেন। হাতিয়ার নলচিরা, চেয়ারম্যানঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন রোধে কাজ করবেন।
গণসমাবেশে যোগ দিতে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল। কোথাও ধানের শীষের প্রতীক আঁকা ফেস্টুন, কোথাও আবার ফজলুল আজিমের ছবি ও ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা ব্যানার উঁচিয়ে ধরা হয়।
অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিরও উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে এসে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের হেলিপ্যাডে অবতরণ করেন ফজলুল আজিম। তাঁকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার মানুষ সকাল থেকেই হেলিপ্যাড মাঠে ভিড় করেন। এ সময় সদরের ওছখালী এলাকায় অবস্থিত তাঁর বাড়িতেও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, অ্যাডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146147