গুলশান লেক থেকে ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রাজধানীর গুলশান লেক পাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সৌরভ হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146140