ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে তিনটায় প্রথম ওয়ানডেতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুদল। এই সিরিজ মূলত ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি। এই সিরিজের পরই জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই ফর্মে আছে। পাকিস্তান নিজেদের শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে। শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজ পকেটে পুরে চাঙা হয়েই নামছে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা সবশেষ দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে। তাই দুই দলের লড়াই জমবে বলেই ধারণা।
এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। হাসান নাওয়াজকে বাদ দিয়ে বাকিদের রেখেই দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কাও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
ওয়ানডেতে দুই দল ১৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তানের ৯৩ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৯ ম্যাচে। কোনো ফল হয়নি ৪ ম্যাচে। টাই হয়েছে ১ ম্যাচ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146130