১ হাজার গোলের অপেক্ষায় রোনালদো, ছুটছেন মেসিও

১ হাজার গোলের অপেক্ষায় রোনালদো, ছুটছেন মেসিও

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪০ এবং লিওনেল মেসির চলছে ৩৮। মাঠে দু’জনই দুর্দান্ত খেলেন। তাদের পারফরম্যান্সের মান ও পরিসংখ্যান বলছে, তারা এখনো নিজেদের সেরা সময় অতিক্রম করেননি। এমনকি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার পদটির জন্য লড়াই করে যাচ্ছেন। তালিকার শীর্ষে থাকা রোনালদোর ১ হাজার ২৯৬ ম্যাচে ৯৫৩টি গোল এবং দ্বিতীয়তে মেসির ১ হাজার ১১৩ ম্যাচে ৮৯৪টি গোল। রোনালদো ছুটছেন হাজারতম গোলের মাইলফলকের পেছনে, আর মেসি ছুটছেন প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে।

এই দুই তারকা খেলোয়াড়ের গোলের এ পরিসংখ্যানকে খতিয়ে দেখলে কিছু আকর্ষণীয় বিষয় দেখা যায়। রোনালদো গোলের সংখ্যায় এগিয়ে থাকলেও ম্যাচপ্রতি গোলের হিসাবে এগিয়ে রয়েছেন মেসি। এ হিসেবে রোনালদোর ম্যাচ প্রতি গোল ০.৭৫টি এবং মেসির ০.৭৯টি। আবার মোট গোল থেকে পেনাল্টি গোল বাদ দেয়া হলে রোনালদোর থেকে এগিয়ে থাকবেন মেসি। কেননা, মেসি পেনাল্টি ছাড়া গোল করেছেন ৭৮২টি এবং রোনালদো করেছেন ৭৭৩টি। যদিও পেনাল্টি থেকে গোল করা একটি বিশেষ দক্ষতা। 

পর্তুগিজ ফুটবলার রোনালদো ১৮০টি পেনাল্টি গোল করেছেন ২১৫টি পেনাল্টি থেকে। তিনি ৮৩.৭ শতাংশ পেনাল্টিকে গোলে রূপান্তর করেছেন। বিপরীতে মেসি ১৪৪টি পেনাল্টির মধ্যে ১১২টিকে গোলে রূপান্তর করেছেন, যা শতকরা হিসাবে ৭৭.৮ শতাংশ।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146118