এবার ভারতের বিপক্ষে ভিন্ন কিছুর আশা হামজার

এবার ভারতের বিপক্ষে ভিন্ন কিছুর আশা হামজার

স্পোর্টস ডেস্ক : ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পাঁচ দিন পর ১৮ নভেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ খেলতে সুদূর ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি এই তারকা। 

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এরপর সেখান থেকে সরাসরি টিম হোটেল যান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল আর সতীর্থকে দিয়ে করানো ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরে বাফুফের এক ভিডিও বার্তায় ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘এমন দারুণ অভ্যর্থনা দেওয়ায় আপনাদের ধন্যবাদ। আমি ঢাকা ফেরত এসেছি। ভারতের সঙ্গে এত বড় একটা ম্যাচ হবে ইনশাআল্লাহ। তার আগে নেপালের সঙ্গে একটা ম্যাচ আছে। শেষ ম্যাচে জিততে পারিনি। কিন্তু খেলায় উন্নতি হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে জিতমু (জিতব) ইনশাআল্লাহ। সবাই আমরা রোমাঞ্চিত। কঠোর পরিশ্রম করছি।’

এদিকে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে যায়। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুটিতে ড্র করেছে ও দুটি ম্যাচ হেরেছে হাভিয়ের কাবরেরার দল। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি হচ্ছে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পঞ্চম ম্যাচ। আগামী বছরের মার্চে সিঙ্গাপুরে শেষ ম্যাচ খেলবে জামাল, হামজারা।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেবার গোলশূন্য ড্র হলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন হামজা। বাংলাদেশের এই তারকা মিডফিল্ডারের আশা, এবার হবে ভিন্ন কিছু।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146116