এশা দেওল, হেমা মালিনীর মিডিয়ার ওপর ক্ষোভ, মারা যাননি ধর্মেন্দ্র
করতোয়া বিনোদন: ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন তাঁর মেয়ে এশা দেওল। মৃত্যুর সংবাদ সত্য নয় উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন।
মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’মৃত্যুর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনীও। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’
মঙ্গলবার সকাল থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র সিং দেওল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমরাতে সালমান খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার হাসপাতালে উপস্থিত ছিলেন।
বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ২৪৭টি। খবর-স্টেটমেন্ট
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146104