অপপ্রচার চালিয়ে কখনোই বিএনপির বিজয় ঠেকানো যাবে না : সাবেক এমপি কাজী রফিক

অপপ্রচার চালিয়ে কখনোই বিএনপির বিজয় ঠেকানো যাবে না : সাবেক এমপি কাজী রফিক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, অপপ্রচার চালিয়ে, বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা চালিয়ে কখনোই বিএনপির সুনিশ্চিত বিজয় ঠেকানো যাবে না। বিএনপির শিকড় অনেক গভীরে। ২০১৮ সালের নির্বাচনে আমরা শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে লৌহমানবের মতো আচরণ করেছি। পরে সেই ধারাবাহিকতায় এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়েছি।

একটি দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নামে নানা ধরণের অপপ্রচার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তার ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চায়। তাদের সেই অপপ্রচারের জবাব বাংলার মানুষ ব্যালটের মাধ্যমে দেবে।

আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধাচারণ বিষয়ক সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের সভাপতি মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সম্ভু।

সভা শেষে ধানের শীষের পক্ষে একটি গণমিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির সহ সভাপতি কুদরত ই খোদা চান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, ইকবাল কবির পলাশ প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146088