বগুড়ায় শয়তানের নিঃশ্বাস : প্রতারকরা নারীর কাছ থেকে হাতিয়ে নিল ৩ ভরি সোনা

বগুড়ায় শয়তানের নিঃশ্বাস : প্রতারকরা নারীর কাছ থেকে হাতিয়ে নিল ৩ ভরি সোনা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে শহরের খান্দার এলাকার উম্মে কুলসুম (২৫) নামে এক নারীর কাছ থেকে ৩ ভরি সোনার গহনা হাতিয়ে নিয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার (১০ নভেম্বর) সকারে শহরের খান্দার এলাকার মো: বায়োজিদ হোসেনের স্ত্রী উম্মে কুলছুম কাঁচা বাজার করতে খান্দার বাজারে যান। এ সময় অজ্ঞাতনামা তিন প্রতারক ওই নারীকে জানায় যে তাদের কাছে ডায়াবেটিসের ওষুধ রয়েছে এবং সেগুলো ফার্মেসীতে বিক্রি করতে তাকে সহযোগিতা করতে বলে। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে সেখানে একটি বেকারীতে নিয়ে যায়।

সেখানে বেকারীর এক ব্যক্তি ওষুধ ভালো আছে বলে জানায়। এরপর তার কি হয়েছে তিনি কিছুই জানেন না। তবে উক্ত অজ্ঞাতনামা প্রতারকরা তাকে তার ঘর থেকে সোনার গহনা নিয়ে আসতে বলে। কোন কিছু না বুঝে তার ঘর থেকে তিনি  ৩ ভরি ওজনের সোনার গলার হার ও কানের দুল নিয়ে এসে উক্ত প্রতারকদের হাতে তুলে দেন।

এর কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। সদর থানার ওসি মোঃ হাসান বাসির জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146087