বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বগুড়া মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি ঢাকা এর বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি, বগুড়ার হেলাল প্রেস এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জু আর নেই।

তিনি গতকাল রোববার দিবাগত রাত ৩ টায় বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এছাড়াও মঞ্জুরুল হক মঞ্জু বগুড়া শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। তিনি লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন- হেড কোয়াটার, বগুড়া রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান, শহরের জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মহান মুক্তিযুদ্ধের এই বীর সৈনিক শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক আজাদের ছোট ভাই এবং দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এর বড় ভাই। সম্প্রতি তিনি মাইল্ডস্টোকে অসুস্থ হয়ে পড়েন। এতে তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। এছাড়াও তিনি ফুসফুসের নানা জটিল রোগে ভুগছিলেন এবং বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে তার মৃত্যুর সংবাদ শহরে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে আসতে থাকেন। তারা প্রিয় মানুষটিকে শেষ বারের মত এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন। নামাজে জানাজার জন্য মরহুমের দেহ নিয়ে যাওয়ার সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিরা অশ্রুসজল বিদায় জানান। বাদ আসর আলতাফুন্নেছা খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় বগুড়া জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বাংলাদেশ লায়ন্স ক্লাবের বগুড়ার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিটের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল, মো. রাজিউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, বিএনপি নেতা হাসানুজ্জামান পলাশ, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ব্যবসায়ী নেতা মন্তেজুর রহমান আঞ্জু, ইমতিয়াজ আহম্মেদ, বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, বিএনপি নেতা সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, এম আর সিদ্দিক লেমন, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, সভাপতি জাহাঙ্গীর আলম, আমরা ক‘জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্না।

এর আগে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে শহরের নামাজগড়স্থ গোরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দৈনিক সাতমাথার সম্পাদক ও বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বিবৃতি দিয়েছেন।

আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান মো. রাব্বানী জব্বার, সাধারণ সম্পাদক মো. কাউসার উজ জামান রুবেল, বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক মুঞ্জু, সিপিবি বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা সভাপতি মো. আমিনুল ফরিদ,  সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, টিইউসি বগুড়ার সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফর রহমান, সহ-সভাপতি ফিরোজ আখতার পলাশ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি আরিফুল হক খান রনিক, সাধারণ সম্পাদক শফিকুল হক পলাশ, সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পাল, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি বায়েজিদ রহমান, সাধারণ সম্পাদক জয় ভৌমিক, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী ইখতিয়ার তাজু, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ কাদের, সহ-সভাপতি সহকারি অধ্যাপক জাকী মো. ওয়াহেদুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ, কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতা, আব্দুল হান্নান, প্রভাষক মাকছুদুর রহমান মাসুদ, প্রভাষক হাবিবুর রহমান হাবিব, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়ার নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146079