সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণ জনগুরুত্বপূর্ণ একটি ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ করে চলাচলের উপযোগী করেছে। এতে করে প্রতিদিন ওই রাস্তায় চলাচলকারী জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, গান্ধাইল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার উত্তরপাড়া আফজাল মাস্টারের বাড়ির কাছে অনেকখানি অংশ জুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানান, বৃষ্টিতে রাস্তার ওই অংশটি দিয়ে পানি গড়ার কারণে একেবারে ভেঙে নেমেছে। ফলে ওখান দিয়ে রিকশা-ভ্যানসহ মানুষজনের চলাচল বিঘ্নিত হয়।

এদিকে অনেকদিন পার হলেও রাস্তার ভাঙা অংশ মেরামতে কেউই এগিয়ে আসেনি। অবশেষে ওই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গান্ধাইল উত্তরপাড়া ইয়্যুথ ক্লাব’ এর তরুণেরা নিজেদের অর্থে বাজার থেকে বাঁশ, কাঠ ও অন্যান্য সরঞ্জাম কিনে রাস্তাটি মেরামত করে।

ওই সংগঠনের সদস্য রবিউল হাসান রবি জানান, ‘মানুষের কল্যাণে এই ধরণের কাজ অব্যাহত থাকবে।’ একইসাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদও জানান তিনি। এদিকে রাস্তাটি চলাচলের পুরোপুরি উপযোগী হওয়ায় পথচারীরা সন্তোষ প্রকাশ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146074