এবার ওটিটিতে জয়ার সিনেমা
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে তার আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাচ্ছে।
একইসঙ্গে দেশের ওটিটিতে এসেছে তার সিনেমা ‘ফেরেশতে’। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১লা আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।
আগামী ১৪ই নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফরম হইচই-এ দেখা যাবে ছবিটি। ‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার সঙ্গে শশী ও কুমুদের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে ওপার বাংলার আবীর চ্যাটার্জি ও পরমবব্র চ্যাটার্জি। এদিকে, এরইমধ্যে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফরম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।
প্রসঙ্গত, অভিনয় আর সৌন্দর্য্যরে দারুণ মিশেলে খানিক ব্যতিক্রমই অভিনেত্রী জয়া। দুই বাংলা মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে এ তারকার। ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনা করেছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146071