রিয়াদে স্টেজ শো’তে দর্শক মাতাবেন জুঁই

রিয়াদে স্টেজ শো’তে দর্শক মাতাবেন জুঁই

অভি মঈনুদ্দীন ঃ ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোক সঙ্গীতশিল্পী। তার কন্ঠে বহু ফোক গান পেয়েছে জনপ্রিয়তা। অনেক আগেই তিনি তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ মনোযোগ দিয়েছেন। যে কারণে তার চ্যানেলে এখন পর্যন্ত বহু গান প্রকাশিত আছে।

এরইমধ্যে বিগত কয়েক মাসে তার ইউটিউব চ্যানেলে তার কন্ঠে প্রচলতি ছয়টি ফোক গান প্রকাশিত হয়েছে। গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’,‘ কেনো হলো দেখারে’,‘ কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’,‘ প্রাণের জ¦ালা’,‘ ভালোবাসা এমন কেন’, ও ‘ ওরে চিকন কালা’। এই গানগুলো প্রকাশের পর বলা যায় প্রতিটি গানই শ্রোতা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছে। গানগুলো কার লেখা ও কার সুর করা তা বিস্তারিত জুঁইয়ের ইউটিউব চ্যানেলে প্রতিটি গানেই প্রকাশিত আছে।

এদিকে গত একমাসে তারই ইউটিউব চ্যানেলে আরো দুটি গান প্রকাশিত হয়েছে। একটি ‘মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে’ ও অন্যটি ‘তুই কেন বুঝিসনা রে’। দুটি গানই শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এদিকে জুঁই জানালেন আসছে ১২ নভেম্বর সৌদী আরবের রিয়াদের সুওয়াইদি পার্কে ‘বাংলাদেশ কালচার’ পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জুঁই। সুওয়াইদি পার্ক হলো একটি শহুরে পার্ক যা রিয়াদের আল-সুওয়াইদি এলাকায় অবস্থিত। এটি প্রায় ২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং ১৯৮৩ সালে খোলা হয়েছিল। সম্প্রতি এটি ‘রিয়াদ সিজন’ আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এমন একটি স্থানে সঙ্গীত পরিবেশন করা নিয়ে অনেক উচ্ছ্বসিত জুঁই।

জুঁই বলেন,‘ রিয়াদের শো’টি হবে আমার সঙ্গীত জীবনের অন্যতম একটি শো। কারণ এই আয়োজনের বাংলাদেশ কালচার পর্বে আমি গান গাইবার সুযোগ পেয়েছি। আশা করছি প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে দেখা হবে, কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। অনেক বেশি ভালোলাগছে যে সুওয়াইদির মতো বিরাট একটি পার্কে আয়োজিত স্টেজ শোতে গাইবার সুযোগ পেয়েছি। শ্রোতা দর্শকের সমাগম যতো বেশি হয় শিল্পীর ততোই ভালোলাগে গাইতে। আশা করছি রিয়াদে আমার সঙ্গীত পরিবেশনা স্মরনীয় হয়ে থাকবে, আমি অন্ততঃ স্মরনীয় করে তোলারই চেষ্টা করবো।’

জুঁইয়ের কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো ‘তুমি বুঝলানা’। আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’ (তিন কোটিরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন), ‘জীবন মানে যন্ত্রণা’,‘কলিজা ভুনা’,‘ বন্ধু বিনে প্রাণ বাঁচেনা’, ইত্যাদি গান জুঁইয়ের কন্ঠে আবারো ভীষণ আলোচনায় আসে। সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০’র বেশি গান করেছেন। কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারী সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146068