চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত সোয়া ১০টায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুরের সালথা থানার কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে মাকসুদুর ওরফে মাসুদ খান(৪৫) ও যশোরের বাবালাতলা গ্রামের মৃত শিপনের ছেলে শফিকুল ইসলাম(৩৬)। এরমধ্যে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যূতা, ছিনতাই, চুরিসহ ১৮টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬/৭ জন পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করা হয়। পরে পুলিশ ও জনতার ধাওয়ায় পিকআপ ফেলে পালানোর সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় জড়িত আরও ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনায় থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146059