গাবতলীতে মামলার স্বাক্ষীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-২
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে মুরগি চুরির অপরাধ আড়াল করতে মামলার স্বাক্ষী কাঠমিস্ত্রী তরিকুল ইসলাম ভুট্টোকে (৫০) পরিকল্পিতভাবে রাম-দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে আজ সোমবার (১০ নভেম্বর) মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় থানা পুলিশ দুইজনকে রোববার রাতে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তুনিয়া গ্রামের নিহত তরিকুল ইসলাম ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে ৭ মাস আগে প্রায় ৪২টি মুরগি চুরি করে ওই গ্রামের সায়েদ প্রামানিকের ছেলে স্বাধীন ও তার সহযোগীরা। এতে ভেলু প্রামানিকের ছেলে আমিরুল বাদি হয়ে গাবতলী থানায় একটি চুরি মামলা করলে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এর জের ধরে গতকাল রোববার সন্ধ্যা ৬টায় জহুরুল ও খায়রুলের বাড়িতে স্বাধীন (১৮) ও তার ভাই সজিবসহ সহযোগীরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এরপর চুরির মামলার এক নম্বর স্বাক্ষী কাঠমিস্ত্রী তরিকুল ইসলাম ভুট্টো একটি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তাদের বাড়ির কাছে তিনমাথা মোড়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে নিয়ে পরিকল্পিতভাবে রাম-দা দিয়ে তার কপালে ও মাথায় কোপ দেয়। এতে তার মাথার মগজ বের হয়ে যায়।
এসময় অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে এলাপাতারিভাবে কোপালে ভুট্টো মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ভুট্টোকে দ্রুত উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুট্টোর মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। আজ সোমবার (১০ নভেম্বর) লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এঘটনায় ছেলে বাদী হয়ে আজ সোমবার (১০ নভেম্বর) ১১জনের নাম উল্লেখ করে আরও ৮/১০জনকে অজ্ঞাত করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় থানা পুলিশ গতকাল রোববার রাতে সজিব (১৮) ও সৌরভ (২০)কে গ্রেফতার করেছে। এ এব্যাপারে মডেল থানার ওসি সেরাজুল হক জানান, মামলা নেয়া হয়েছে এবং আসামি ২জনকে গ্রেফতার করা কয়েছে। অন্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146055