কবরীর শেষ সিনেমা মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা

কবরীর শেষ সিনেমা মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমার কাজ। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই ২০২১ সালে মারা যান গুণী এই অভিনেত্রী।

২০২৩ সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ করেন তার ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি।

এ বিষয়ে চিশতী বলেন, আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাই আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেটি শেষ করতে পেয়েছি। এরপর ডাবিং ও সম্পাদনার কাজও করেছি।

তিনি বলেন, আম্মু মারা যাওয়ার পর নানা জটিলতায় একটু সময় নিয়ে কাজ শেষ করছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি। ওই উৎসবগুলোতে প্রদর্শনী হলে দেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে দেশে কবে মুক্তি দিতে পারব- সময়টা উল্লেখ এখনই করতে পারছি না। এটি সম্পূর্ণ নির্ভর করে বিদেশে সিনেমার প্রদর্শনীর ওপর।

‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। এ সিনেমায় একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে। এ দুটি সময়ের মধ্যে একটি বর্তমান, আরেকটি মুক্তিযুদ্ধের সোনালি সময়। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সেই গান দর্শক দেখতে পারবেন পর্দায়। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146047