অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা

অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 

এই দুই ম্যাচের প্রস্তুতি নিতে আজ দেশে ফিরেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।

ঢাকায় তার পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে। তবে ফ্লাইট মিস করায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসে। পরবর্তী ফ্লাইটে বিকেল ৫টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লেস্টার সিটির এই মিডফিল্ডার।

বিমানবন্দরে নামার পর সরাসরি জাতীয় দলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা। সেখানে চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। আজ কোনো অনুশীলন না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন তিনি।

আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সেই সেশনে দেখা যাবে হামজাকে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146037