পাবনার বেড়ায় মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে হাজার টাকা, বৃষ্টিতে বীজও নষ্ট
বেড়া (পাবনা) প্রতিনিধি : দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার বেড়া উপজেলার হাটবাজারে ১০ দিনের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজের দাম বেড়েছে প্রায় এক হাজার টাকা। আজ সোমবার (১০ নভেম্বর) পৌর এলাকার করমজা চতুরহাটে পাইকারিতে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার ৭শ’ থেকে ৪ হাজার টাকায়। যা ১০ দিন আগেও ছিল ২ হাজার ৭শ’ থেকে ২ হাজার ৯শ’ টাকা। কৃষক ও ব্যবসায়ীদের জানান, বাজারে এখন শেষ পর্যায়ের হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে প্রতিদিন।
এদিকে উপজেলায় প্রায় তিন সপ্তাহ ধরে শুরু হয়েছে আগাম বা মুড়িকাটা জাতের পেঁয়াজ রোপণ। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার বেড়ায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে মুড়িকাটা জাতের পেঁয়াজ প্রায় দুই হাজার হেক্টর। আজ সোমবার (১০ নভেম্বর) পর্যন্ত ৭৩০ হেক্টর জমিতে মুড়িকাটা জাতের পেঁয়াজ রোপণ সম্পন্ন হয়েছে। তবে কয়েকদিন আগের টানা বৃষ্টিতে অনেক জমির বীজ নষ্ট হয়ে গেছে।
কৃষকেরা জানান, মুড়িকাটা পদ্ধতিতে অক্টোবর-নভেম্বর মাসে আবাদ করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পেঁয়াজ ঘরে তোলা হয়। অন্যদিকে হালি পদ্ধতিতে ডিসেম্বর-জানুয়ারি মাসে পেঁয়াজের আবাদ করে মার্চ-এপ্রিলে পেঁয়াজ ঘরে তোলা হয়। সেই হিসেবে এবার অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই বেড়ায় মুড়িকাটা জাতের পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। তবে সপ্তাহ খানেক আগে ব্যাপক বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে পেঁয়াজবীজ পচে নষ্ট হয়ে গেছে।
উপজেলার রূপপুর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক শহীদ বিশ্বাস(৫০) বৃষ্টির পানিতে পচে যাওয়া পেঁয়াজবীজ তুলছেন। তিনি বলেন, দেড় বিঘা জমিতে ১২ মণ পেঁয়াজবীজ লাগিয়েছিলাম। বৃষ্টির পানিতে দুই-তিনদিন জমি ডুবে থাকায় সব বীজ নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে বীজ লাগাতে হবে।
আজ সোমবার (১০ নভেম্বর) বেড়া পৌর এলাকার করমজা চতুরহাটে গিয়ে দেখা যায়, স্বাভাবিকের চেয়ে কম পেঁয়াজ উঠেছে হাটে। আড়তদার আব্দুল মুন্নাফ জানান, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে শুধু হালি পেঁয়াজের সরবরাহ কমে আসার বিষয়টিই দায়ী না। বরং কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তার কারণেই পেঁয়াজের বাড়তি দাম দেখা দিয়েছে।
এছাড়াও বৃষ্টিতে পেঁয়াজবীজ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা আবারও পেঁয়াজ কিনতে বাজারে আসছেন বা উৎপাদিত পেঁয়াজ রেখে দিচ্ছেন। এতে চাহিদা বাড়ায় বাজারে প্রভাব পড়েছে। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করলেই দাম কমে যাবে।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর বলেন, বৃষ্টিতে কিছু জমির বীজ নষ্ট হলেও এখনও বড় ক্ষতি হয়নি। কৃষকেরা আবার নতুন করে আগাম জাতের বীজ রোপণ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর পেঁয়াজ আবাদ ভালো হবে বলে আশা করছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146036