কেন্দ্রীয় ব্যাংকের উপ-পরিচালক নাঈম নিখোঁজ

কেন্দ্রীয় ব্যাংকের উপ-পরিচালক নাঈম নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ-১৯) নিখোঁজ হয়েছেন। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি রোববার (৯ নভেম্বর) অফিসে এসেছিলেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সূত্র জানায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে উপস্থিত হন এবং কিছুক্ষণ পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র (আইডি কার্ড) টেবিলে রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী  রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি তারই ব্যাচের একজন সহকর্মীকে একটি শেষ মেসেজ পাঠান। মেসেজের ভাষা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ব্যক্তিগত বা আর্থিক সমস্যার কারণে মানসিকভাবে চাপে ছিলেন।

শেষ বার্তায় তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ বার্তাটির ভাষা দেখে পরিবার ও সহকর্মীদের আশঙ্কা, তিনি হয়তো আত্মগোপনে গেছেন বা কোনো অঘটনের শিকার হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন আছেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146009