ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত

ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে আজ সোমবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে কথা বলেন দ্বিতীয় দফায় টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত।

আশরাফুল তারকাখ্যাতি পেয়েছিলেন শান্তদের শৈশবে। দেশের প্রথম তারকার খেলা শান্ত টিভিতে দেখেছেন বলেই জানালেন, তাকে নিয়ে তিনি খুশি। সংবাদ সম্মেলনে টেস্ট শান্ত বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’ 

শান্তর সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার এই প্রসঙ্গও উঠেছিল। শান্ত বলেন, সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না। এটা বোর্ড আর তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন। বাইরের আলোচনা সব সত্যি নয়।

টেস্ট অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে টেস্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান বনে যান বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তার করা সেঞ্চুরিটি ১৭ বছর ৬১ দিন বয়সে। তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। 

এতদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি গত বছরের ৫ নভেম্বর বোর্ডের সঙ্গে যুক্ত হন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজই তার শেষ। নিয়োগ পাওয়ার সময় বোর্ডের সঙ্গে তার চুক্তি হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146005