ছয়দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

ছয়দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের শীতের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। গত ছয়দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় এখন পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার (৯ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে মাত্রা দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার ১৮.৭, বুধবার ১৮.৫, বৃহস্পতিবার ১৮.৯, শুক্রবার ১৯.৮ এবং শনিবার ১৭.১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আজ রোববার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তার-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই পাঁচদিনের পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

রাতের তাপমাত্রা কিছুটা কমে আসায় পঞ্চগড়ে আগের চেয়ে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই বইতে শুরু করে ঠান্ডা বাতাস। কুয়াশা কিছুটা কম থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সহনীয় পর্যায়ে শীত অনুভূত হচ্ছে। এই শীত পঞ্চগড়ের মানুষের জন্য এখনও উপভোগের। তবে যতই দিন গড়াবে ততই শীত তীব্রতার দিকে যাবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ রোববার (৯ নভেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে। আর আগেও টানা পাঁচদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তিনি আরও জানান, চলতি সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। এতে করে কিছুটা বেশি শীত অনুভূত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145981