হঠাৎ অসুস্থতায় সিসিইউতে ফারুক, হার্টে রিং

হঠাৎ অসুস্থতায় সিসিইউতে ফারুক, হার্টে রিং
বর্তমানে জাতীয় দল সিলেটে, নারী ক্রিকেট দল বিকেএসপিতে, আর যুবা দল রাজশাহীতে। ক্রিকেটাররা মাঠে ব্যস্ত থাকলেও ঢাকায় পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
 
 
 
 
 
 
 
 
বিসিবি আয়োজিত এই কনফারেন্সে উপস্থিতত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। মূলত তার হার্টে একটি ব্লক ধরা পড়েছে। তাই সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।
 
 
বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালই কেবিনে স্থানন্তর করা হবে ফারুককে। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির একজন শীর্ষ পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
 
সবশেষ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর আবারো বোর্ডে এসেছেন ফারুক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145964