বলিউডে বাজেটের রেকর্ড ভাঙবে শাহরুখের ‘কিং’
বিনোদন ডেস্কঃ বলিউডে নতুন রেকর্ড গড়তে চলেছেন কিং খান শাহরুখ। তার আসন্ন সিনেমা ‘কিং’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাজেট, অ্যাকশন, এবং পরিসর সব দিক থেকেই এটি হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিরপ্র্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্য যুক্ত হওয়ায় বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এর সঙ্গে এখনো যুক্ত হয়নি প্রোমোশন বা বিপণনের খরচ। প্রথমে সিনেমাটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, একটি সীমিত বাজেটের থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ দায়িত্ব নেন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো গল্প ও কনসেপ্ট নতুনভাবে সাজান। লক্ষ্য ভারতীয় দর্শকদের এমন অ্যাকশন অভিজ্ঞতা উপহার দেওয়া, যা বলিউডে আগে কখনও দেখা যায়নি।
‘কিং’-এ থাকছে ছয়টি দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে।
জানা গেছে, শাহরুখের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। গৌরী খান ও মমতা আনন্দের প্রযোজনায় তৈরি হচ্ছে এই বিশাল প্রকল্প, যেখানে শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত আছেন। ২০২৬ সালে মুক্তির লক্ষ্যে কাজ এগোচ্ছে দ্রুত।
বলিউড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শুধু শাহরুখের ক্যারিয়ারের নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145962