বগুড়ার আদমদীঘিতে ১৭ দিনেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র আব্দুল্লাহ

বগুড়ার আদমদীঘিতে ১৭ দিনেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র আব্দুল্লাহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মো: আবদুল্লাহ (১১) নামের ৫ম শ্রেণির এক মাদরাসা ছাত্র নিখেঁজের ১৭ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি। ফলে সন্তান হারিয়ে তার পরিবার হতাশায় পড়েছেন। মো: আবদুল্লাহ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের সম্রাট হোসেনের একমাত্র ছেলে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নিখোঁজ ছাত্রের বাবা সম্রাট হোসেন আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, মো: আবদুল্লাহ একই গ্রামে অন্তাহার ইসলামিয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। তার বাবা একজন ট্রাক্টর চালক। তিনি চাঁপাইনবাবগঞ্জ থাকেন। সেই সুবাদে মো: আবদুল্লাহ দাদা আবুল কালামের বাড়ি অন্তাহার গ্রামে থেকে পড়াশুনা করে। গত ২৪ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর দাদা বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। এঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়।

অন্তাহার ইসলামি দাখিল মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান ওই দিনে সে মাদরাসায় হাজির ছিলনা। আবদুল্লাহর বাবা সম্রাট হোসেন জানান ছেলে নিখোঁজ বিষয়ে থানায় জিডি ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও অদ্যবদি তার সন্ধান মিলছেনা। ফলে সে জীবিত রয়েছে কিনা তা নিয়ে আমরা হতাশায় রয়েছি। এ ঘটনার আদমদীঘি থানার তদন্তকারি উপ-পরিদর্শক আরাফাত হোসেন জানান, এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। তবে চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145951