বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল পুলিশ ফোর্সসহ তিসিগাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত মুরগির ফার্মে অভিযান চালান।
এসময় মাদক সেবনকালে ছয়জনকে আটক করেন। তারা হলো, উপজেলা সদরের সরদারপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে মামুনুর রশিদ (৫৪), গোবিন্দপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। এই দু’জনকে ২০ দিন করে কারাদন্ড।
বোরাই উত্তরপাড়ার মৃত ইসা সরদারের ছেলে শাহিন সরদারকে (৪৪) তিনমাস, চৌমুহনির হাবিল মিয়ার ছেলে হামিদুল ইসলামকে (২৫) দেড় মাস, খিহালি দক্ষিণপাড়ার জামাল উদ্দিন প্রামানিকের ছেলে রফিকুল ইসলামকে (৪৫) এবং দুপচাঁচিয়া মন্ডলপাড়ার বাঁশঝারের ভেতর থেকে আটক হওয়া বগুড়া সদরের উত্তর চেলোপাড়ার মৃত মজনু ব্যাপারির ছেলে বুলেট ব্যাপারিকে (৪৮) একমাস করে কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত ৬ জনকেই প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে বিনাশ্রম এই কারাদন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদেরকে আজ রোববার (৯ নভেম্বর) বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145941