জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো ডেকোরেটরের দুই দোকানে

জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো ডেকোরেটরের দুই দোকানে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে গতকাল শনিবার রাত ১০টার দিকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিমের মালিকানাধীন দুটি ডেকোরেটরের দোকান পুড়ে সম্পূর্ণ মালামাল ছাই হয়ে যায়।

জানা গেছে, আব্দুল করিম দোকান বন্ধ করে বাড়িতে যান। কিছুক্ষণ পর তার ডেকোরেটরের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাসেল নামে এক যুবক আগুন নেভানোর সময় তার ব্যবহৃত মোবাইল ফোন বিস্ফোরণ ঘটনা ঘটলে সে ঘটনাস্থলে গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ক্ষতিগ্রস্ত ডেকোরেটর দোকান মালিক আব্দুল করিম বলেন, আমার দোকানে আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষেতলাল ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে দোকান মালিকের ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145933