সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ আহমেদ (৩৩) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে। গতকাল শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে ফিরোজ মারা যান। ফিরোজ আহমেদ উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে তিনি তার বাড়িতে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে ফিরোজের অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাবার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ফিরোজের লাশ উদ্ধার করে আজ রোববার (৯ নভেম্বর) ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145922