বগুড়ার ধুনটে পড়াশোনার চাপ দেয়ায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে পড়াশোনার চাপ দেয়ায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় পড়াশোনার জন্য চাপ দেয়ায় রুকাইয়া খাতুন (১০) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুকাইয়া খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুকাইয়ার বাবা পোশাক কারখানায় চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। চার বোন ও মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকে রুকাইয়া। চার বোনের মধ্যে রুকাইয়া ছিল সবার ছোট। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে পড়ালেখার বিষয়ে তার বড় বোন তাকে চাপ দেয়।

সেই অভিমানে আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে শোবার ঘরের ভেতর তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ধারণা করা হচ্ছে পরিবারের ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায়একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145864