বগুড়ার কাহালুতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন আলী সরকারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ.এস.আই মোজাম্মেল হক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাশিম বাজার নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই থিয়টপাড়া গ্রামের এখলাস আলী সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আসামি লিটন আলী সরকার ২০২১ সালে ১৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাকলিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এরপর সে জেল থেকে জামিনে বের হয়। চলতি বছরের ৫ মে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145860