শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক
তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় শিক্ষক, পুলিশ ও রিকশাচালকসহ শতাধিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
শনিবার (৮নভেম্বর) বিকেল সারে ৪টা থেকে আহত শিক্ষকরা ঢাকা মেডিকেলে আসতে শুরু করেন। 
 
আহতরা হলেন, রাকিবুল ইসলাম (৪০), সাদিক (৪০),  তৌফিক (৩০), হামিদুর (৩২), মজিবুর রহমান ( ৩২), শহিদুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম (৪৯), মোশারফ হোসেন ( ৫০), খায়রুন নাহার (৩৫), তামান্না আক্তারসহ (৩৫) আরও অনেকে।
 
আহতরা জানান, তারা সকাল থেকে তাদের দাবি নিয়ে  শহীদ মিনার এলাকায় ছিলেন। বিকেলে শাহবাগে গেলে আইনশৃংখলা বাহিনীরা আমাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে আমাদের একশোর মতো শিক্ষক আহত হয়।
 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেল থেকে হাসপাতালে আসতে শুরু করে। আহতদের মধ্যে শিক্ষক, পুলিশ ও রিকশাচালক রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
তিনি আরও জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিরা এখনো চিকিৎসাধীন আছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145856