বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত নারীর ছেলে নজরুল ইসলাম আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাসন গ্রামের নজরুল ইসলামের সাথে একই গ্রামের জিয়াউর আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নজরুল ইসলামের মা ছায়েলা বেওয়া (৭০) রুপিহার পুকুরপাড়ে তাদের জমি থেকে মাসকালাই তুলতে গেলে জ্য়িাউরের লোকজন বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারপিটসহ তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145843