সম্পর্ক শেষ হলেও ছলচাতুরি নয়: জয়া বচ্চন
সম্পর্ক ও বিশ্বাস নিয়ে নিজের দর্শন প্রকাশ করলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন। তিনি বলেন, সম্পর্কের মধ্যে অতিরিক্ত অধিকারবোধ দেখানো উচিত নয়। যদি সম্পর্ক শেষ হয়ে যায়, তবে কখনোই প্রতিশোধ বা ছলচাতুরি করা উচিত নয়।
জয়া আরও বলেছেন, সত্যিকারের সম্পর্ক মানে পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতা, যেখানে কেউ কারও উপর আধিপত্য বা নিয়ন্ত্রণ জোরপূর্বক চাপাতে পারবে না। তাঁর মতে, সম্পর্ককে টিকিয়ে রাখার চাবিকাঠি হলো আন্তরিক ভালোবাসা, বোঝাপড়া এবং সততা।
অভিনেত্রীর এই বার্তা আধুনিক যুগের জন্য গুরুত্বপূর্ণ পাঠ। সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে হয়েছে এবং অনুরাগীরা প্রশংসা করছেন তার যুক্তি ও সতর্ক পরামর্শের জন্য।