দুবাই থেকে আগত সিংগাইরের ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ শনিবার (০৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন উপজেলার বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন।গতকাল শুক্রবার (০৭ নভেম্বর ) সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।
বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্তা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।