আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

স্পোর্টস ডেস্কঃ  অভিষেক শর্মার ব্যাটে চলছে রান ঝড়। ব্রিসবেনের গ্যাবায় শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি২০ ম্যাচে ইতিহাস গড়লেন এই তরুণ ব্যাটার। আন্তর্জাতিক  টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ১ হাজার রান পূর্ণ করা ব্যাটার এখন অভিষেক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন তিনি। মাত্র সাত বলেই ১১ রানে পৌঁছেই ছুঁয়ে ফেলেন ১ হাজার রানের মাইলফলক। জুলাই ২০২৪-এ আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ২৯ ইনিংসেই এমন অর্জন যা আগে কেউ করতে পারেননি।

ভারতীয় ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১ হাজার রান পূর্ণ করার রেকর্ডটি এখনও ভিরাট কোহলির, যিনি ২৭ ইনিংসে মাইলফলক ছুঁয়েছিলেন। তবে বলের হিসাবে অভিষেকই এখন বিশ্বের দ্রুততম ব্যাটার। মাত্র ৫২৮ বলে তিনি ১ হাজার রান পূর্ণ করেছেন, যা ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সূর্যকুমার ৩১ বছর বয়সে টি২০ অভিষেকের পর ৫৭৩ বল খেলে ১ হাজার রানে পৌঁছেছিলেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এই মাইলফলক ছুঁয়েছিলেন ৬০৩ বলে।

সম্প্রতি টিম ডেভিড সূর্যকুমারের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুত ১ হাজার রান পূর্ণ করেছিলেন- ৫৬৯ বলে। কিন্তু এবার অভিষেক সেই রেকর্ডটিও পেছনে ফেলে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। চলমান ভারত–অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন অভিষেক। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এও ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনিই।

২৪ বছর বয়সী এই ব্যাটার বর্তমানে আইসিসির টি২০ ব্যাটারদের র‍্যাংকিংয়েও এক নম্বরে, ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে আছেন। অভিষেকের টি২০ আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত কেউ তার চেয়ে ভালো স্ট্রাইক রেটে (প্রায় ১৮৯+) বেশি রান করতে পারেননি। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে ফুল-মেম্বার দেশগুলোর ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা (৬৪) মারার রেকর্ডটিও এখন অভিষেক শর্মার দখলে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145811