কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বসত বাড়ির পাশে খালের পানিতে ডুবে ইয়াছিন আলী(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জোড়গাছ বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন পশ্চিম খরখরিয়া এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু ইয়াসিন আলী জোরগাছ বাঁধ এলাকায় তার নানার বাড়িতে ছিল। গতকাল শুক্রবার বেলা ১১টায় খেলতে খেলতে সে সবার অজান্তে বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয় এক ব্যক্তি পানিতে শিশুটিকে দেখতে পেয়ে তার নানা আবু তালেবকে খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে ইয়াছিন আলীকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145806