রংপুরের হয়ে বিপিএলে মাতাবেন মোস্তাফিজ
আসন্ন বিপিএলকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে দলগুলো সরাসরি দুইজন ক্রিকেটারকে দলে নিতে পারবে। যেখানে রংপুরের প্রথম চয়েজ ঘরের ছেলে নুরুল হাসান সোহান ও পেসার মোস্তাফিজুর রহমান।![]()
শনিবার (৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা।
তিনি জানান, গত আসরের মতো এবারের রংপুরকে নেতৃত্ব দেবেন সোহান। আর কোচিং প্যানেলে হেড কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার আর ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল।
উল্লেখ্য, বিপিএলের বিপিএলের ১২তম জন্য ৫ দলের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে।
এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145798