সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী।
নিহতরা হলো- ওই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) এবং একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।
পুলিশ ও স্বজনরা জানান, আদনান কিছুদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আদনান।
খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। দুপুরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মোরশেদুল।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145776